চুক্তিভিত্তিক শিক্ষকদের সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি নওশাদ সিদ্দিকীর

এনবিটিভি ডেস্ক: চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চলমান সমস্যা সমাধানের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে চিঠি দিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী।

 

চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙড়ের বিধায়ক লিখেছেন, ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের শ্রী সিমেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রী যেভাবে জট কাটিয়েছেন, তা অত্যন্তই ইতিবাচক। ভারতীয় ফুটবলে গর্ব করার মতো বিষয়। তবে চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ে যা হচ্ছে তা নিন্দনীয়।

তিনি লিখেছেন, সেই ইতিবাচক মনোভাবকে মাথায় রেখে আমি এসএসকে এবং এমএসকে-র এর চুক্তিভিত্তিক শিক্ষকদের সাম্প্রতিক খারাপ অবস্থার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বারবার আবেদন করা সত্ত্বেও এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে সংশ্লিষ্ট শিক্ষক সমিতি সমস্যা ও আলোচনার জন্য অনুরোধ করলেও তিনি দেখা করতে করতে চাননি। এবং তাদের কারণ বা দাবি শোনার জন্যও আগ্রহ দেখাননি।

একমাত্র আইএসএফ বিধায়ক আরও লিখেছেন, চুক্তিভিত্তিক ৫ শিক্ষিকাকে দক্ষিণবঙ্গ থেকে পাঠিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গে। যারা বিষপান করেন। তা অত্যন্ত দুঃখজনক।

 

এইসব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি দিয়ে হস্তক্ষেপের দাবি করেছেন নওশাদ সিদ্দিকী।

চিঠিতে কি কি লিখেছেন, দেখে নিন…

Latest articles

Related articles