দুর্ঘটনার জেরে রণক্ষেত্র জামুড়িয়ার জাদুডাঙ্গা এলাকা

উজ্জ্বল দাস,জামুড়িয়া: দুর্ঘটনার জেরে রণক্ষেত্র চেহারা জামুড়িয়ার জাদুডাঙ্গার একটি বেসরকারী কারখানার সামনে। স্থানীয়দের উপর মারধর ও গুলি চালানোর অভিযোগ ওঠে কারখানা সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার পর ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় ।

 

স্থানীয় বাসিন্দা অঞ্জন সরকার জানান, রাস্তার ধারে লরি দাঁড়িয়ে থাকার ফলে রাস্তা অনেক সংকীর্ণ হয়ে যায়। বারবার কারখানা কর্তৃপক্ষদের জানিয়েও কোনো লাভ হয়নি। আজ সকালে একটি লরি  মোটরবাইককে ধাক্কা মারলে গুরুতর আহত হন ওই বাইক আরোহী। তাঁকে স্থানীয়রা চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এরপর এই ঘটনার প্রতিবাদ জানাতে স্থানীয়রা ওই বেসরকারি কারখানার গেটের সামনে জড় হলে তাদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ।

পুনরায় স্থানীয়রা সংঘটিত হয়ে প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়দের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ ওঠে। এরপরই আশপাশ গ্রাম থেকে প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দা জমায়েত করেন। পরিস্থিতি উত্তপ্ত থাকায় জামুরিয়া থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

Latest articles

Related articles