দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের করোনা নেগেটিভ, হাঁফ ছেড়ে বাঁচল আপ

এনবিটিভি ডেস্ক: গত রবিবার থেকেই স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই থেকে উৎকন্ঠায় ছিলেন আম আদমি পার্টির কয়েক লক্ষ কর্মী-সমর্থক। কেজরির লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষাও হয়।
মঙ্গলবার রাতে সেই রিপোর্ট হাতে আসতেই অবশেষে মিলল স্বস্তি। অরবিন্দ কেজরিওয়াল কোভিড নেগেটিভ।

এ কথা ট্যুইট করে জানালেন আপ নেতা রাঘব চাড্ডা। কেজরিওয়াল এমনিতেই তিনি হাঁপানির রোগী। তার ওপর রবিবার থেকেই তাঁর গলায় ব্যথা ও সামান্য জ্বর ছিল। ফলে সন্দেহ করা হচ্ছিল তাঁর মধ্যে করোনার সংক্রমণ হয়েছে কিনা। মঙ্গলবারই তাঁর কোভিড টেস্ট করা হয়। রাতেই রিপোর্ট চলে আসে।

রবিবার কেজরির অসুস্থতার খবর ছড়াতেই রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করেন। তিনি লেখেন, সংবাদমাধ্যম থেকে জানতে পারছি কেজরিজি সেলফ আইসোলেশনে গিয়েছেন। জ্বর ও গলায় ব্যথা রয়েছে। আশাকরি খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন।

অপরদিকে, করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়া।

Latest articles

Related articles