অটোর রেজিস্ট্রেশনের দাবিতে আসানসোল মহকুমা শাসক অফিসে স্মারকলিপি দিল কংগ্রেস

উজ্জ্বল দাস, আসানসোল: অটোর রেজিস্ট্রেশনের দাবিতে আসানসোলের মহকুমা শাসক অফিসে স্মারকলিপি দিলো কংগ্রেস। বৃহস্পতিবার আদালত চত্বরে মহকুমা শাসকের অফিসে টোটোর রালি করে গিয়ে মহকুমা শাসকের অফিসে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।

কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডী ও শাহ আলম জানান, আসানসোলে অটো ও টোটোর চলাচল নিয়ে সম্যসা হচ্ছে।তাই অবিলম্বে আসানসোলে সমস্ত অটোগুলির রেজিস্ট্রেশন করে রুট পারমিট দিতে হবে। তাদের দাবি, পুরুলিয়া জেলাতে অটোদের এই পারমিট দেওয়া হয়েছে।তাই এখানেও যেন অটোর পারমিট দেওয়ার ব্যবস্থা করতে হবে।তাই এদিন এই দাবিতে কংগ্রেসের নেতৃত্বে আসানসোলের মহকুমা শাসক অভিজ্ঞান পাঞ্জার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।

Latest articles

Related articles