আইনজীবীর গায়ে হাত তোলার বিরুদ্ধে দোষীর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210909-WA0165

আলিনুর মন্ডল, বসিরহাট: সিভিক পুলিশের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। তাঁদের হাতে হেনস্থার শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে রাস্তার গাড়ি চালকদের। এবার তাদের হাত থেকে বাদ গেলো না আইনজীবীও।

আজ সকাল 10 টার নাগাদ বসিরহাট জেল খানার মরের কাছে এক সিভিকের হাতে হেনেস্তার শিকার হলো আইনজীবী।

ঘটনটির সূত্রপাত শানোয়াজ আলি নামক বসিরহাট কোর্টের আইনজীবী বাইকে করে আসছিল, সেই সময় মিঠুন নামে এক সিভিক শানোয়াজজের বাইক থামিয়ে কাগজ দেখতে চাইলে শানোয়াজ নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিলে মিঠুন তার জামার কলাটা ধরে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার প্রতিবাদে বসিরহাট কোর্টের আইনজীবীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোবের জেরে 2 ঘন্টা ধরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বসিরহাটের বটঘাটে।

পরিস্থিতি সামাল দিতে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। আইনজীবীদের বক্তব্য যতক্ষণ না মিঠুন নামক ওই সিভিক এসে প্রকাশ্যে কান ধরে উঠবস করবে এবং অন্যায় শিকার করবে ততক্ষন তাঁদের এই আন্দোলন চলবে।

বসিরহাট থানার ডিসপিএসে মিঠুনকে শানোয়াজের কাছে অন্যায় শিকার করতেই অবরোধ উঠে যায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর