এনবিটিভি ডেস্ক, হুগলি,এনবিটিভি:
ফুরফুরার মুজাদ্দিদে জামান (রঃ) এঁঁর অন্যতম প্রধান খলিফা শাহ সুফি তোজাম্মেল হোসেন সিদ্দিকী (রঃ)র পৌত্র অর্থাৎ সীতাপুর সূফীয়া দরবার শরীফের বয়জেষ্ট পীর , ফুরফুরা শরীফের ফতোয়া বিভাগের প্রধান,খাদিমে হদিস,ফুরফুরা টাইটেল মাদ্ৰাসার ভূতপূর্ব অন্যতম প্রধান মহাদ্দিস,পুরো ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আলিমে দ্বীন
পীর মুফতী আল্লামা আবুল কাসেম সিদ্দিকী সীতাপুরী হুজুর সাহেব ১০ই জুন বেলা ১.০৫ মিনিটে ইন্তেকাল করেছেন ৭৮ বছর বয়সে (ইন্না নিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)।
আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করুন আমিন!!!
জানাজা:-১১ই জুন দুপুর ৩.০০ ঘটিকায় হবে (ইনশাআল্লাহ)।