বিশ্বজিৎ কর্মকার : মুর্শিদাবাদের ইসলামপুরে আবারও বাস দুর্ঘটনা। ওই দুর্ঘটনায় গুরুতর জখম একাধিক।স্থানীয় সূত্রে জানা যায় এদিন শনিবার দুপুর একটা নাগাদ বহরমপুর থেকে শেখপাড়া গামী একটি বেসরকারি বাস(বুবাই) দৌলতাবাদ সংলগ্ন ইসলামপুর ভৈরব নদীর ব্রিজে গিয়ে অতর্কিত ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয় গাড়ির চালক সহ প্রায় ১২ জন যাত্রী।স্থানীয়দের একাংশের দাবি ,বাসটি যদি আর একটু ডান দিকে ঝুলে যেত তবে তা ব্রিজ থেকে নিচে পড়ে যেত।
দুর্ঘটনার আওয়াজ শুনে স্থানীয় মানুষজন তড়িঘড়ি ওই স্থানে পৌঁছায় এবং আহতদের ইসলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর একজন রোগীকে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থান্ততরিত করা হয়।
প্রসঙ্গত বেশ কিছু দিন আগেই দৌলতাবাদেই ঘটেছিল বাস দূর্ঘটনা তাতেও জখম হয়েছিল বেশ কিছু যাত্রী। সপ্তাহ না যেতেই আবারও বাস দুর্ঘটনা। আর তাতেই ভীত যাত্রীরা। ঠিক কি কারণে এই বাস দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের অনুমান চালকদের অসতর্কতার কারণেই এই বাস দূর্ঘটনা।