এবার তালিবানের সমর্থনে মিছিল করলো একদল আফগান নারী। দেশটির রাজধানী কাবুলে শনিবার ওই মিছিলটি বের হয়। তাদের সকলেরই আপাদমস্তক ঢাকা ছিল। মিছিলে তারা তালিবানের সাদা-কালো পতাকা প্রদর্শন করেন। মিছিলে অংশ নেয়াদের কয়েকজন নীল রঙয়ের বোরকা পরলেও বেশিরভাগেরই পরনে ছিল কালো বোরকা ও নেকাব। অনেককে হাতমোজাও পরতে দেখা যায়। নারী বক্তারা তাদের বক্তব্যে পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ইসলামপন্থীদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন।
আর তালিবানের পক্ষে নারীদের এই মিছিলটি হলো ৯/১১-এর ২০তম বার্ষিকীতে। তাছাড়া এর এক দিন আগে অধিকার আদায় ও সমমর্যাদার দাবিতে কিছু নারী বিক্ষোভ করে।
গত ১৫ আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান কর্তৃপক্ষ নারীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছে। তারা বলছে, ইসলামি শরিয়ায় যতটুকু অনুমোদন করে, নারীদের তা দেয়া হবে। তাছাড়া অফিস, আদালতে কর্মরত কোনো নারীকে চাকরিচ্যুত করা হবে না।শনিবার মিছিলের সময় এক নারী এএফপিকে বলেন, যেসব নারী নারীদের প্রতিনিধিত্ব করার দাবি করে বিক্ষোভ করছে, আমরা তাদের বিপক্ষে। গত সরকারের আমলে যা ছিল, সেটাই কি নারী স্বাধীনতা? না, তা স্বাধীনতা নয়। গত সরকার নারীদের অপব্যবহার করেছিল। তারা নারীদের নিয়োগ করছিল স্রেফ তাদের সৌন্দর্য দেখে।