দক্ষিন দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাটের ঐতিহ্যবাহী ইংরেজ আমলের টাউন ব্যাংক ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই বিভিন্ন মহলে প্রতিবাদে সরব হয়েছেন একাংশরা।
ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এমনকি কালা দিবসও পালন করেন তারা। দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন শেখর দাসগুপ্তকে লিখিত ভাবে জানানো হয়৷ এছাড়াও বালুরঘাট শহরে যে সব পুরনো ঐতিহ্য রয়েছে সেগুলি রক্ষা করার কথা বলা হয়েছে। আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হবে বলে দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে।