মালদা: মালদা শহরের আইটিআই মোড় সংলগ্ন রাস্তার ধার থেকে শনিবার রাতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তাঁরা।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তির নাম অজিত ঘোষ (৪৫)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের লালগোলা এলাকায়। স্থানীয়দের অনুমান, দুর্ঘটনা থেকে জখম হতে পারেন তিনি। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি একজন প্রতিবন্ধী।