তালিবান নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দেবে

 

নিউজ ডেস্ক : আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে। তবে তাদেরকে পুরুষদের কাছ থেকে আলাদা থেকে পড়াশোনা করতে হবে। তালিবান সরকারের নতুন উচ্চ শিক্ষা মন্ত্রী রবিবার এ কথা জানান।তালিবানদের অধীনে ১৯৯৬-২০০১ সালের মেয়াদে আফগানিস্তানে নারীর অধিকার মারাত্মকভাবে খর্ব করা হয়েছিল। গত মাসে ক্ষমতায় ফেরার পর থেকে তালিবানরা দাবি করেছে যে, তারা অপেক্ষাকৃত কম কঠোর আইন বাস্তবায়ন করবে।

 

দেশের শিক্ষা ব্যবস্থার জন্য নতুন সরকারের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী আব্দুল বাকী হাক্কানি বলেছেন, ছেলে-মেয়েদের একত্রে ক্লাস করার অবসান ঘটবে। তিনি বলেন, সহশিক্ষা ব্যবস্থার ইতি টানতে আমাদের কোন সমস্যা নেই। দেশের জনগণ মুসলমান এবং তারা এটা মেনে নেবে।

সূত্র : নয়া দিগন্ত

Latest articles

Related articles