উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোলের কালাপাহাড়ির ঘুষিক এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ধসের জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এমনকি বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনার পর সোমবার ক্ষতিগ্রস্থ বাড়ির মানুষেরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। জানা গিয়েছে ইসিএলের শ্রীপুর এরিয়ার ঘুষিক ৩ নং কয়লাখনি সংলগ্ন এলাকায় একটি বিকট শব্দ শুনতে পাওয়া যায়। এরপর দেখা যায় একাধিক বাড়িতে ফাটল ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এমনকি এলাকার যাতায়াতের রাস্তাতেও ফাটল দেখা দিয়েছে। এই ঘটনার পর এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে। তাই তড়িঘড়ি ক্ষতিগ্রস্থ বাড়ির মানুষেরা বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকার মানুষদের দাবি অবিলম্বে তাদেরকে সরকারী সাহায্য দিতে হবে।
Popular Categories