সাগরপাড়া থানার আইসিডিএস কেন্দ্রের মাল কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের

এনবিটিভি ডেস্কঃ সোমবার সকাল দশটা নাগাদ জলঙ্গী ব্লকের সাগর পাড়া থানার খয়রামারি অঞ্চলের ২৪৫ নং আইসিডিএস কেন্দ্রে মিড ডে মিলের মাল কম দেয়ার অভিযোগে অভিভাবকদের বিক্ষোভ  আইসিডিএস দিদিমণি কে ঘিরে।

এদিন অভিভাবকদের অভিযোগ যে, যেখানে চাল চার কিলো দেওয়ার কথা, সেখানে সাড়ে তিন কিলো দিচ্ছেন।আলু , ডাল ওজনে কম দিচ্ছেন বলে জানান। এবং যে চাল বিলি করছেন সেটা নিম্নমানের চাল বলেও অভিযোগ করেন।

এই ঘটনার খবর জলঙ্গী বিডিও অফিসে জানালে ঘটনা স্থানে পরিদর্শনে আসেন সিডিপিও আধিকারিক। তিনি যদিও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর পাড়া থানার ওসি বিশ্বজিৎ হালদার -সহ পুলিশ বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এবারের মত মিড ডে মিলের মাল সঠিক মাপ দেখে নিতে বললে অভিভাবকেরা মেনে নেন।

Latest articles

Related articles