বিশ্বজিত্ কর্মকার,মুর্শিদাবাদ: ইসলামপুর হুড়শি এলাকা থেকে এক মোবাইল চোরকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। সোমবার অতর্কিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতের নাম রফিকুল ইসলাম।
গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ধৃতের নিজস্ব ব্যবসার আড়ালে ওই ব্যক্তি চুরি করা মোবাইল কেনা ও বেচার কাজ করতেন। গত সোমবার তাকে ধরা হলে তার কাছ থেকে ১০টি এন্ড্রোয়েড মোবাইল উদ্ধার হয়েছে বলে জানান ইসলামপুর থানার পুলিশ। ধৃতকে লালবাগ আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতেরও আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। তার সঙ্গে আর কারা এই মোবাইলের চোরাকারবারীর সঙ্গে যুক্ত সে বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ইসলামপুর থানার পুলিশ।