মুর্শিদাবাদের ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ ১৫০ জন

বিশ্বজিৎ কর্মকার, ইসলামপুরঃ মুর্শিদাবাদের ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় দেড়শো জন। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের কাশিমনগর এলাকায়। সূত্রের খবর, বাচ্চা ,বড় মিলিয়ে প্রায় দেড়শো মানুষ ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তাদের অধিকাংশই ইসলামপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন এক রোগীর পরিবার সূত্রে জানা যায়, পরশু কাসিমনগর গ্রামে এক ফুচকা বিক্রেতার কাছে ওই গ্রামের অনেকেই ফুচকা খায়। আর তার পর থেকেই একে একে পেটে ব্যথা শুরু হয় তাদের। একের পর এক অসুস্থ হতে থাকলে তারা ইসলামপুর হাসপাতালে ভর্তি হতে থাকেন। এদিন বুধবার প্রায় ১৪২ জন ইসলামপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এছাড়াও অনেকেই রাণীনগর গ্রামীন হাসপাতাল ও ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের এলাকা জুড়ে।

Latest articles

Related articles