সালানপুরে ৯০০ মিটার পাকা রাস্তা সংস্কারের সূচনা

আসানসোল:  বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবলস ও আছড়া পঞ্চায়েতের অন্তর্গত হিন্দুস্তান কেবলস গেস্ট হাউস থেকে নয়াবস্তি পর্যন্ত প্রায় 900 মিটার পাকা রাস্তার সংস্কারের সূচনা করলেন বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়। প্রায় ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮২ টাকা ব্যায়ে এই রাস্তা সংস্কার করা হবে।

 

জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলা তহবিল থেকেই এই টাকা খরচ করা হবে।এই অনুষ্ঠানে বিধায়ক জানান, এই রাস্তা হওয়ায় এলাকার কয়েক হাজার মানুষের সুবিধা হবে। পাশাপাশি এখনও পর্যন্ত রাজ্যে যে সামান্য পরিমাণ
রাস্তা বাকি আছে সেগুলোও সম্পূর্ণ করা হবে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার করমাধ্যক্ষ মহম্মদ আরমান ,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ,সালানপুর ব্লক তৃণমূলের সাধারন সম্পাদক ভোলা সিং, আছড়া পঞ্চায়েত প্রধান কল্পনা তাঁতী,উপপ্রধান হরেরাম তেওয়ারী,হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন

Latest articles

Related articles