আসানসোল: পশ্চিম বর্ধমানের আসানসোল জেলার হীরাপুর থানার অন্তর্গত রহমত নগর এলাকায় এক ঘটনা ঘটেছে। এখানে একজন যুবক পারিবারিক সম্পত্তির জেরে বিবাদের কারনে নিজের মা এবং ছোট ভাইকে হত্যা করে। এই ঘটনার পরে যুবক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পরিজনদের বয়ান অনুসারে, বৃহস্পতিবার আফতাফ আলম প্রথমে নিজের মা আখতারি খাতুন এর হাত পা বেঁধে তাঁকে জলে ডুবিয়ে মেরে ফেলে। এরপর তার ছোটভাই অনবর আলমকে ধারালো ছুরি দিয়ে হামলা করে এবং তাঁকে মেরে ফেলে ।
এই ঘটনার পরে যুবক আফতাব আলম নিজেই গিয়ে হীরাপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। সাম্প্রতিক হীরাপুর থানা পুলিশ অফিসার যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।