নিউজ ডেস্ক : গত কয়েক মাসের মহা নাটকের অবসান। এবার তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়। ক্যামাক স্ট্রিটের অফিসে বাবুল সুপ্রিয়র হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন স্বয়ং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েনও।শুক্রবার সন্ধ্যা বেলায় বাবুল সুপ্রিয় নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কেন্দ্রের তরফে। ঘোষণা করা হয় বাবুলকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে । জল্পনা চলছিল তখন থেকেই।
২০১৪ সালে আসানসোল থেকে প্রথমবার সাংসদ হন বাবুল সুুপ্রিয়। হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। ২০১৯ সালেও বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন তিনি। মন্ত্রিত্বও পেয়েছিলেন তিনি।
ভবানীপুরে ভোটের আগে জোর ধাক্কা বিজেপির। প্রসঙ্গত, এই কেন্দ্রে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে তারকা প্রচারকের ভূমিকায় নাম ছিল বাবুলের। প্রিয়াঙ্কাকে সমর্থনের কথা জানিয়ে ছিলেন বাবুল। কিন্তু তার মধ্যেই আকস্মিকভাবেই তৃণমূলে যোগদান বাবুলের। স্বাভাবিকভাবে তাঁর যোগদান তৃণমূলের জন্য বাড়তি অক্সিজেন।
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘এটা বিশ্বাসঘাতকতা। পার্টি ওঁকে মন্ত্রিত্ব থেকে কিছুদিনের জন্য অবসর দিয়েছিল। আসানসোলের জনাদেশ প্রতারিত হল। ওঁর মূল লক্ষ্য ছিল মন্ত্রিত্ব পাওয়া, সেটা এখন বোঝা যাচ্ছে। ২০২৪-এ আসানসোল থেকে পদ্মফুলই ফুটবে।