১২ বছরের কিশোরীকে খুনের অভিযোগ দাদু-দিদা-কাকার বিরুদ্ধে

গোলাম হাবিব,মালদা: বছর ১২র এক কিশোরীকে খুন করে কবর দেওয়ার অভিযোগ উঠলো দাদু,দিদা ও কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কোচপুকুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ন’টা নাগাদ বড়ো মেয়ে ডলি খাতুনকে বাড়িতে রেখে তাজকেরা ও তার স্বামী সাহাবুদ্দিন কৃষিকাজের জন্য জমিতে যায়। কিছুক্ষণ পরেই তার এক আত্মীয়ের কাছ থেকে ফোন মারফত তারা জানতে পারেন তাদের মেয়ে ডলি খাতুনের মৃত্যু হয়েছে। হঠাৎ মেয়ের মৃত্যু খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তারা।

বাড়িতেই ছিলেন মেয়ের দাদু, দিদা ও কাকু। তারা জানান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ডলি। এরপর দ্রুততার সঙ্গে দেহটি কবর দেওয়া হয় বলে অভিযোগ। তবে সন্দেহ হওয়ায় শ্বশুর, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় খুনের অভিযোগ জানান ডলির মা তাজকেরা খাতুন।

এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য মায়ের অভিযোগের ভিত্তিতে মৃত মেয়ে ডলির মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Latest articles

Related articles