চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল বিশাল কর্মিসভা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210919_163332

এনবিটিভি ডেস্ক: রবিবার চিত্তরঞ্জন ফতেপুর মোড় সংলগ্ন কমিউনিটি হলে চিত্তরঞ্জন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলার যুব সভাপতি কৌশিক মন্ডল ।এদিন এই কর্মিসভার শুরুতে স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপু উপাধ্যায় সহ চিত্তরঞ্জন এর তৃণমূল এর একনিষ্ঠ কর্মী স্বর্গীয় উমেশ মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করেন এছাড়া একমিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে কর্মিসভা শুরু হয়

এদিন এই কর্মিসভায় বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় বলেন যে ।যেভাবে তৃণমূলের কর্মীরা একসাথে দলের হয়ে কাজ করেছে তাই এই জয় নিচু স্তরের কর্মীদের আসল জয় আজ তাদের জন্যই আজ আমার এই জয়।তবে যারা এই দলে থেকে নিজের স্বার্থ রক্ষায় কাজ গদ্দারের কাজ করে গেছে তাদের দলে থাকার কোন অধিকার নেই।যদি কেউ তার ব্যক্তিগত স্বার্থে টিএমসিতে আসে। তাহলে তার জন্য টিএমসিতে কোন জায়গা নেই।

এবিষয়ে উজ্জ্বল চ্যাটার্জি বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বার বাংলায় তৃণমূল ক্ষমতায় এসেছে।তবে নিচু স্তরের কর্মীরা আসল কর্মী আর যারা দলে থেকে দলকে ছুড়ি মারে সেইসকল গদ্দারের চিহ্নিত করে দলের বাইরে ছুড়ে ফেলতে হবে ।বাংলায় বিধানসভা নির্বাচনের আগে যে তৃণমূল নেতারা বিজেপিতে গিয়েছিলেন। তাদের ছাড়াই তৃণমূল বাংলায় ২০০ আসন সংখ্যা অতিক্রম করেছে। তাই এই ধরনের নেতাদের আবর্জনা বলে কটাক্ষ করেছেন এবং তিনি বলেন যে এখন তৃণমূলে সেই বর্জ্যের প্রয়োজন নেই।তাদের আসল জায়গা ওই বিজেপিতেই।

চিত্তরঞ্জন ব্লক যুব তৃণমূলের শ্যামল গোপ, ও ছাত্র যুব নেতা মিঠুন মন্ডলকের উদ্দোগে এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। তাছাড়া এই উপলক্ষে এই কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ,সহসভাপতি বিদ্যুৎ মিশ্র,চিত্তরঞ্জন ব্লক তৃণমূলের সভাপতি তাপস ব্যানার্জি, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ,এনএফআই আর নেতা ইন্দ্রজিৎ সিং, অর্ধেন্দু চক্রবর্তী,স্যনারায়ন মন্ডল সহ একাধিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর