ইসলামি প্রজাতন্ত্র ইরানকে একঘরে করার জন্য মার্কিন সরকার এতদিন যে প্রচেষ্টা চালিয়ে আসছিল সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ লাভের মধ্য দিয়ে তেহরান তা ব্যর্থ করে দিয়েছে। ইরানের এই অর্জনের ফলে এশিয়ায় মার্কিন বলদর্পিতা দারুণভাবে বাধাগ্রস্ত হবে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ মারান্দি ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে ইরানকে একঘরে করার চেষ্টা চালিয়ে আসছে। তারা ইরানকে ক্ষতিগ্রস্ত ও কোণঠাসা করার চেষ্টা করছে কিন্তু সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ লাভের পর ইরানকে একঘরে করার মার্কিন সক্ষমতা অনেক কমে যাবে।
অধ্যাপক মারান্দি বলেন, এশিয়া হচ্ছে ভবিষ্যৎ অর্থনীতি পাওয়ার হাউস এবং দিনদিন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, অন্যদিকে পাশ্চাত্যের দেশগুলো তাদের শক্তি হারাচ্ছে।
অধ্যাপক মারান্দি আরো বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ পাওয়ার কারণে তা যেমন ইরানের জন্য লাভজনক হবে তেমনি এই সংস্থার জন্যই লাভজনক হবে।
সূত্র : ডেইলি ইনকিলাব