গঙ্গায় মাছ ধরতে গিয়ে মৃত্যু এক যুবকের

এনবিটিভিডেস্ক : গঙ্গায় মাছ ধরতে গিয়ে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক যুবকের। যুবকের নাম ভুটন চৌধুরী (৩০)। তিনি মোথাবাড়ির বাঙিটোলা গ্রাম পঞ্চায়েতের জোতকস্তুরি এলাকার বাসিন্দা।

সোমবার সন্ধ্যায় টিনের ছোটো ডোঙা নিয়ে গঙ্গানদীর কামালতিপুর ঘাটের কাছে মাছ ধরছিলেন তিনি। তার সঙ্গে নদীতে ছড়িয়ে ছিটিয়ে মাছ ধরছিলেন আরও কয়েকজন জেলে। সোমবার রাতে ভুটনের টিনের ডোঙাটি নদীতে উল্টানো অবস্থায় দেখতে পান তার সঙ্গীরা। নদীতে তল্লাশি চালিয়ে প্রায় দু’ঘন্টা পর উদ্ধার হয় ভুটনের দেহ। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাঁতার জানলেও কীভাবে ভুটনের মৃত্যু হল তা নিয়ে সংশয়ে রয়েছেন তার পরিবারের লোকজন। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

Latest articles

Related articles