পুলিশের অত্যাচারে জখম ১ গ্যারেজকর্মী,পুলিশের শাস্তির দাবীতে মুখর গ্রাম

মুর্শিদাবাদ ঃ আবারো সামনে এলো পুলিশের অমানবিক অত্যাচার। পুলিশের মারে বেহাল অবস্থা এক মোটরসাইকেল সার্ভিসিং দোকানের মালিকের ভাইয়ের। মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার অধিবাসী সাজাহান সেখের উপর পুলিশের বেধরক মারধরের ঘটনা ঘটেছে। জানা যায়, সাজাহান সেখের দোকানে গত ১৮ই সেপ্টেম্বর দুপুর ১২.০৫ নাগাদ সলেমান সেখ নামে এক ব্যাক্তি গাড়ির টায়ার সাড়াতে আসেন। দোকানে তখন সাজাহান সেখ ও তার ভাই উপস্থিত না থাকায় গাড়ির টায়ার সারিয়ে দেন গ্যারাজের কর্মীরা। টায়ার সারিয়ে উক্ত ব্যাক্তি চলে যান। কিছুক্ষণ পর সলেমান সেখ নামক ব্যক্তি আবার ফিরে এসে অভিযোগ করেন তার গাড়ি্র টুল বক্সে ১ লক্ষ ৬৩ হাজার টাকা ছিল,সেই টাকা দোকান থেকে চুরি গিয়েছে। তখন সাজাহান সেখ দোকানেই ছিলেন। এরপর শুরু হয় বচসা। সলেমান সেখ নামে ওই ব্যক্তি সুতি থানায় অভিযোগ জানান। এরপর পুলিশ কোন ঘটনার তদন্ত না করেই সাজাহান সেখকে জিজ্ঞাসাবাদের নাম করে থানায় তুলে নিয়ে যায়। বেধড়ক মারধোর করে। মারের ফলে একটা পা গুরুতরভাবে জখম হয়েছে,মলদ্বার থেকে রক্তপাত হয়েছে। যুবক ভর্তি রয়েছেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী আহতকে বহরমপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত সাজাহান সেখ

এখন সাজাহানের পরিবারের দাবি,ঘটনার সঠিক তদন্ত ও পুলিশের শাস্তি। মুখ্যমন্ত্রীর কাছে সাজাহানের আবেদন তার এই ব্যয়বহুল চিকিৎসার খরচ সরকার বহন করুক এবং ঘটনার সঠিক তদন্ত করে মিথ্যে অভিযোগকারী ও তদন্ত না করা সুতি থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহন করা হোক।

এখন প্রশ্ন কেন? এই কেন প্রশাসনকে,এই কেন সিস্টেমকে,এই কেন সরকারকে? সিস্টেম কেন বানানো হয়েছে? প্রশাসন কেন আছে? গনতন্ত্র কোথায়? জনগনের অধিকার,অন্যায়,অসহায়তা বিচার করা,সমস্যা থেকে উদ্ধার করাই তো প্রশাসনের কাজ। অথচ বারংবার কেন সাধারন মানুষকেই পুলিশের অত্যাচারের মুখে পরতে হচ্ছে ? উত্তর চাইছে সাধারন ভোটাররা।

Latest articles

Related articles