স্বপন রবি দাশ, নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি গাড়ীতে গ্যাস সিলিডার ব্যবহার দিন দিন বাড়ছে।
এ কাজের সাথে জড়িত কিছু অসাধু সিএনজি গাড়ী চালক।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন দৃশ্য দেখা যাচ্ছে রাস্তায়।
এমনকি সিএনজি গাড়ীতে যাতায়াত কারি যাত্রীদের জীবনের ঝুঁকি ও বাড়ছে। গ্যাস সিলিডার ব্যবহারে যে কোন সময়ে ঘটতে পারে চরম দুর্ঘটনা।
এবিষয়ে একাধিক যাত্রীর অভিযোগ করে বলেন, মাধবপুরে অধিকাংশ সিএনজি গাড়ীতে যাত্রীর পিছনে অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিডার বেঁধে নিয়ে যাত্রী বোঝাই করে সিএনজি গাড়ী চালাচ্ছে চালকরা।
এতে গ্যাস সিলিন্ডার দেখে মনে হয় এটোম বোমা বেঁধে রাখা হয়েছে,এমনকি যে কোন সময়ে বিস্ফোরণ ঘটায় সম্ভবনা রয়েছে।
যাত্রীদের অভিযোগ প্রতিবাদ করে কোন লাভ হয় না, তাৎক্ষণিকভাবে সিএনজি গাড়ী চালকের উত্তর ইচ্ছে হলে যাবেন, না হলে অন্য গাড়িতে যান। শফিক মিয়া নামক এক ব্যাক্তি জানান, মাধবপুরে অধিকাংশ সিএনজি গাড়ীতে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে, এগুলো দেখার কেউ নেই, একদিকে ইচ্ছে মত ভাড়া ও আদায় করা হয়।অন্য দিকে মৃত্যু ঝুঁকি নিয়ে চলতে হয়।নুরাল নামের এক ব্যক্তি বলেন, বড় ধরণের ক্ষতি হলে তখন এগুলো প্রসাশনের নজরে আসবে। দেলোয়ার নামক এক ব্যাক্তি বলেন, সিএনজি গাড়ী গুলো বেপরোয়া গতি নিয়ে চলার কারণে মাঝে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে থাকে, এগুলো মনিটরিং করা উচিত।
এ ব্যাপারে সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেন গোল্ডেন সাথে কথা হলে তিনি জানান যে,সিএনজি গাড়ী তে গ্যাস সিলিন্ডার ব্যবহার বিষয়ে আমার জানা নেই।তবে এটা একটি কঠিন অপরাধ।এবং সিএনজি গাড়ী তে গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পূর্ণ নিষেধ। তবে যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন এটা আইন বহির্ভূত।তবে যাদের গাড়িতে গ্যাস সিলিন্ডার পাবো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।