আসামে উচ্ছেদের নামে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে ইসলামপুরে এসডিপিআই এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ইমাম সাফি, ইসলামপুরঃ গত তিনদিন ধরে বিজেপি সরকার অসমের দারাং জেলার সিপাহ মোড় সহ কয়েকটি জায়গায় উচ্ছেদ অভিযানের নামে দীর্ঘ দিন ধরে বসবাসকারী গরীব মানুষদের উপর নির্বিচারে গুলি চালিয়ে দুজন মানুষকে হত্যা করেছে। বহু মানুষকে আহত করেছে। প্রায় হাজার খানেক পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। মসজিদ মাদ্রাসা নিয়ে পাঁচ খানা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে।

তারই প্রতিবাদে আজ মুর্শিদাবাদের ইসলামপুরে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইণ্ডিয়া (এসডিপিআই) এর ডাকে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ইসলামপুর নেতাজি পার্ক থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি গোটা ইসলামপুর পরিক্রমা করে ইসলামপুর বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এই দিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম, রাণীনগর বিধানসভার সভাপতি গোলাম হোসেন, পপুলার ফ্রন্টের ডোমকল মহকুমা সভাপতি সেলিম মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল।

এসডিপিআই রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম তার বক্তব্যে বলেন যে, “অসমে বিজেপি সরকার পরিকল্পিতভাবে মুসলিমদের হত্যা অভিযানে নেমেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পুলিশের এই কাজকে সমর্থন করে টুইট করেছেন। বৃহস্পতিবার অসম থেকে বাঙালি উচ্ছেদের ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিত এই উচ্ছেদ অভিযান ও নির্বিচার গুলিচালনা করেছে বলে অভিযোগ করে এসডিপিআই। এই বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানালে পুলিশ প্রতিবাদী মানুষের উপর গুলি চালায়। পুলিশের এই গুলিচালনা বেআইনি, উচ্ছেদ অভিযান নারকীয়, বর্বরোচিত।“

এই দিনের প্রতিবাদ সভা থেকে আসাম পুলিশ ও মুখ্যমন্ত্রীর এই কাজের তীব্র প্রতিবাদ ও ঘটনায় জড়িত পুলিশ অফিসারদের শাস্তির দাবি জানায় এসডিপিআই। সমস্ত বিরোধী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এর প্রতি সরকারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতেও আহব্বান জানান এসডিপিআই এর নেতৃবৃন্দ।

Latest articles

Related articles