উজ্জ্বল দাস, দুর্গাপুর: শুক্রবার ভোরে দুর্গাপুরে কোক ওভেন থানার অন্তর্গত DPL কলোনিতে DPL আধিকারিকের বাড়িতে দুঃসাহসিক চুরি। এরপর কোক ওভেন থানায় অভিযোগ জানাবে বলে জানায় DPL এর আধিকারিক।
জানা গেছে, শুক্রবার ভোরে DPL কলোনিতে DPL আধিকারিকের বাড়িতে ঘরের জানালা কেটে দুষ্কৃতী ঢুকে তাণ্ডব চালায় বাড়িতে। বাড়ির মালকিন উঠে যাওয়ায় মোবাইল ফোন ও মানিব্যাগ সহ হাজার পাঁচেক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।
বাড়ির মালকিন জানিয়েছেন, কোক ওভেন থানার ঢিল ছোড়া দূরত্বে তাঁদের বাড়ি কিভাবে চুরি হলো তা তাঁরা নিজেরাই বুঝতে পারছেন না, আতঙ্কিত হয়ে পড়েছেন।