ডোমকলঃ পূজোর আগে দুঃস্থ ও কচিকাঁচাদের হাতে পূজোর উপহার তুলে দিলেন মুর্শিদাবাদের ডোমকলের আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী। এদিন ডোমকলের বিভিন্ন এলাকায় গিয়ে নিজে হাতে তাদের উপহার তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে।
এর আগেও যে কোনো অনুষ্ঠানে প্রত্যন্ত গ্রামের দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে গেছিলেন তিনি। এদিন বৃহস্পতিবার ডোমকলের ভাতসালা এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে দুঃস্থদের হাতে পূজোর উপহার তুলে দেন ডোমকল মহকুমার আরক্ষা আধিকারিক। তিনি জানান আগামীতেও এই কর্মসূচি আরও পালিত হবে।