এনবিটিভি ডেস্ক : গণ আন্দোলনের নির্ভীক কণ্ঠ ও এক বলিষ্ঠ কর্মী টিপু সুলতানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানালেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিপিআই) রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। এসডিপিআই’য়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ শান্তিনিকেতনে গুরুপল্লীর বাড়ি থেকে গণ আন্দোলনের কর্মী টিপু সুলতানকে শান্তিনিকেতন থানার পুলিশ বেআইনিভাবে তুলে নিয়ে যায়। সে সময় বাড়িতে তাঁর বাবা মা কেউ ছিলেন না । একমাত্র তাঁর দাদু আর টিপু বাড়িতে ছিলেন। রাত সাড়ে এগারোটার সময়। ৬-৭ জন পুলিশ ও তার মধ্যে ৪ জন সিভিল ড্রেসে ছিল। গাড়ি করে এসে টিপুকে বাড়ি থেকে বলপূর্বক তুলে নিয়ে যায়। টিপু সুলতানের দাদুকে পুলিশ জানায় যে, কিছু জিজ্ঞাসাবাদ করে বাড়ি পৌঁচ্ছে দেবে তারা। টিপু সুলতানকে তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশ লিখিতভাবে কোনওরকম নোটিস তাঁর দাদুকে দেয়নি।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ১৩ অক্টোবর সকালে তার দাদু বোলপুর এবং শান্তিনিকেতন থানায় বারবার খোঁজ নিতে গেলে পুলিশ জানায় যে তারা কাউকে গত রাতে গ্রেফতার বা আটক করেনি। কিন্তু বিকেলে ঝাড়গ্রাম থানা টিপুর দাদুকে জানায় ২০১৬ সালের একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মামলায় অন্যান্য ধারার সাথে ইউএপিএ ধারাও দেওয়া হয়েছে’।
এদিকে টিপু সুলতানকে গ্রেপ্তারীর খবর মিলতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন এসডিপিআই’রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি ইউএপিএ আইন ব্যবহার করার জন্য রাজ্য সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি টিপু সুলতানের উপর থেকে ইউএপিএ ধারা তুলে নেওয়ার দাবি জানান। পুলিশ এবং রাজ্য প্রসাশনের কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যের মানুষকে সোচ্চার হয়ে জোরদার গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তায়েদুল ইসলাম।