এনবিটিভি ডেস্ক: ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত পাকাপোলে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দোকানের দেওয়াল কেটে চুরি হয়ে যায় প্রায় ২০০-২৫০ টি মোবাইল যার আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পাকাপোল অঞ্চলে মঈন টেলিকমে । ভিতরে সিসি ক্যামেরা থাকা সত্বেও এই ধরনের চুরির ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
প্রসঙ্গত পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে পাকাপোল রোডের ধারের ওই মোবাইল দোকানে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। দোকানের মালিক জানিয়েছেন, শনিবার রাত ১১টা নাগাদ দোকান বন্ধ করা হয়। রবিবার সকাল ৯টা নাগাদ দোকান খুলে দেখেন ঘর লণ্ডভণ্ড! তারপরই দেখা যায়, দেওয়ালের একটি বড় অংশ কাটা। দোকান মালিক জানান, প্রায় ২০০-২৫০টি মোবাইল চুরি গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।