উজ্জ্বল দাস, পানাগড়: পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারে সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। কাঁকসার এক বাসিন্দা নিজের সাইকেল নিয়ে পানাগড় বাজারে সাইকেল রেখে সব্জি কেনার জন্য সবজি বাজারে যান। ওই সময় সাইকেল নিয়ে পালাতে যায় আর এক যুবক। সাইকেল নিয়ে পালাতে দেখে ওই যুবককে ছুটে গিয়ে ধরে ফলে ওই বাজারের সবজি ব্যবসায়ীরা।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় কাঁকসা থানার পুলিশ। পরে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মাঝে মাঝেই পানাগড় বাজার থেকে একাধিক ব্যক্তির সাইকেল চুরি হয়ে যাচ্ছে। বেশকিছুদিন ধরে এলাকায় সাইকেল চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পানাগড় বাজারে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এই ঘটনা যাতে আর না ঘটে এই নিয়ে প্রশাসন তৎপর বলে জানানো হয়েছে।