ভাঙড়ে শিশু দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন, শিশুদের করা হল বস্ত্র বিতরণ

এনবিটিভি ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়-১ নম্বর ব্লকের কচুয়া গ্রামে শিশু দিবস উপলক্ষে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হল। পাশাপাশি শিশুদের নতুন বস্ত্র বিতরণ করা হল।

জানা গিয়েছে, মমতাজুল সেখের উদ্যোগে এদিন প্রায় ৪০০ জন মানুষ রক্ত দান করেন। সঙ্গে শতাধিক শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সারা দিনব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে এদিন সংবর্ধনাও দেওয়া হয়।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ভাঙড়- ১ নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি শাহাজান মোল্লা ও ভাঙড়- ১ নম্বর ব্লকের বিডিও।

Latest articles

Related articles