নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে শুরু দ্রাবিড়-যুগ

এনবিটিভি ডেস্কঃ নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু করল ভারত৷ কিউয়িদের ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা দ্রাবিড়- যুগেরও।

নতুন অধিনায়ক আসতেই টস জয় ভারতের। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথম ওভারেই ড্যারিল মিচেলকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান মার্টিন গাপ্টিল (৪২ বলে ৭০ রান) এবং মার্ক চ্যাপম্যান (৫০ বলে ৬৩ রান) । ১০৯ রানের জুটি গড়েন তাঁরা। সেই সময় নিউজিল্যান্ড বিরাট রান তুলতে পারে বলে মনে করা হচ্ছিল।

 

ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল রহিত-রাহুল জুটি। কিন্তু ১৪ বলে ১৫ রান করে ফেরেন লোকেশ রাহুল। কোহলীহীন ভারতীয় দলে তিন নম্বরে নামেন সূর্যকুমার যাদব। তাঁকে সঙ্গে নিয়ে ইনিংস গড়তে থাকেন নতুন অধিনায়ক। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানে (৩৬ বলে) ট্রেন্ট বোল্টের বলে ফিরে যান রোহিত। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচকে অর্ধশতরান দিয়ে স্মরণীয় করে রাখতে পারলেন না।

দলের ১০৯ রানের মাথায় রোহিত ফিরলে চাপে পড়ে যায় ভারত। যদিও শেষ পর্যন্ত ৫ উইকেটে জেতে রোহিতের দল।

Latest articles

Related articles