রংপুর বিভাগে নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত।

 

শাওন শান
গাইবান্ধা

গত রবিবার ১৪ জুন রংপুর বিভাগের দুইটি পিসিআর ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত। রংপুর ১১, লালমনিরহাট ২, গাইবান্ধা ৬, দিনাজপুর ১৪, নীলফামারী ৭, ঠাকুরগাঁও ২ ও পঞ্চগড় ৩ জন।
দিনাজপুর : সদর ৮ (পূর্বের ১ জন), বোচাগঞ্জ ২, বিরল ২, ফুলবাড়ী ১, বিরামপুর ১, চিরিরবন্দর ১ জন।
পঞ্চগড় : দেবীগঞ্জ ৩ জন।
ঠাকুরগাঁও : সদর ২ জন।
নীলফামারী : সদর ৪ (পূর্বের ১ জন), ও সৈয়দপুর ৩ জন।
রংপুর : র‍্যাব ১, জেলা পুলিশ ১, মমিনপুর ১, কামাল কাছনা ১, আশরতপুর ১, গুপ্তপাড়া ১, পীরগাছা ৩, গংগাচড়া ১, তারাগঞ্জ ১ জন।
গাইবান্ধা : সাদুল্যাপুর ৩, সাঘাটা ১, পলাশবাড়ী ১, ফুলছড়ি ১ জন।
লালমনিরহাট : পাটগ্রাম ২ জন।
রমেক অধ্যক্ষ ও প্রতি জেলার সিভিল সার্জন, ১৪ জুন।

Latest articles

Related articles