রামেশ্বরপুর পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল ১৩ তম নক আউট ফুটবল টুর্নামেন্ট

জৈদুল সেখ, কান্দী: সংস্কৃতির প্রসার ও যুব সমাজকে উৎসাহ প্রদান করতে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের কান্দির রামেশ্বরপুর পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে ১৩ তম নক আউট ফুটবল টুর্নামেন্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয়।

আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছিল বহুরুল আদিবাসী সহায়ক সমিতি এবং গোসাইডোব যুব সংঘ। খেলার ফলাফল নির্ধারিত সময়ে ১- ১ ড্র হওয়ায় টাইব্রেকারের মাধমে ফলাফল নির্ধারন করা হয়।
তাতে ৬-৫ গোলে গোসাইডোব যুব সংঘকে হারিয়ে দেয় বহুরুল আদিবাসী সহায়ক সমিতি।

উল্লেখ্য,  এই টুর্নামেন্টে কোনো এন্ট্রি ফি ছিল না।
বিজয়ী দলকে নগদ ৬ হাজার টাকা এবং ট্রফি ও পরাজিত দলকে ৪ হাজার টাকা সহ অন্যান্য ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।

এদিন উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের মোঃ মিজারুল হক, সোমনাথ সাহা সহ এলাকা ও ক্লাবের বিশিষ্ট ব্যক্তিত্ব।

Latest articles

Related articles