স্বাস্থ্যই সম্পদ, আর এই কথা মাথায় রেখে প্রতিবছরের মত এবছরও ‘হেলদি পিপল, হেলদি নেশন’ স্লোগানে স্বাস্থ্য সচেতনতা অভিযান চালাচ্ছে সামাজিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা অভিযানের অঙ্গ হিসেবে এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে বহরমপুর পর্যন্ত একটি ১৬ কিমির হাফ ম্যারাথনের আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন জায়গা থেকে কয়েকশো আগ্রহী প্রতিযোগী এই হাফ ম্যারাথনে অংশগ্রহন করেন।
ম্যারাথন ছাড়াও যোগ ব্যয়াম, শারীরিক কসরত দেখান অনেকেই।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ নুরী, প্রাক্তন রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম, রাজ্য কমিটির সদস্য গোলাম কিবরিয়া, মুনায়েম হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, কৃষ্ণনাথ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ইব্রাহিম, শিক্ষক মুস্তাফিজুর রহমান, মারুফ হোসেন এবং সাজিদুল ইসলাম।
আজকের এই ম্যারাথনের বিষয়ে রাজ্য সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ নুরী বলেন, “শক্তিশালী নাগরিকরাই শক্তিশালী দেশ গড়তে পারে, আর আমরা যদি এই সময়ে ভারতে তাকিয়ে দেখি, তাহলে দেখব গরীবরা অপুষ্টিতে ভুগছে, আর ধনীরা ডায়াবেটিসে। আমাদের উদ্দেশ্য একটি সুস্থ, সচেতন সমাজ গড়ে তোলা, স্বাস্থ্যই সম্পদ, তাই স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। সাধারণ মানুষকে স্বাস্থ্য নিয়ে সচেতন করে তোলায় আমাদের উদ্দেশ্য”।