করোনার আলফা,বিটা,গামা ভ্যারিএন্টের পর এবার ওমিক্রন। ওমিক্রন নিয়ে তঠস্ত ভারতও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওমিক্রনের প্রভাব পড়েনি, এমন দেশ থেকেও যাঁরা আসবেন, বিমানবন্দরে RTPCR টেস্টের মধ্যেই দিয়ে যেতে হবে।
- ওমিক্রন (Omricron) আক্রান্ত দেশ থেকে বিভিন্ন বিমানে আসা যাত্রীদের প্রথম দিনের পরীক্ষাতেই ৬ জনের কোভিড (Covid19) রিপোর্ট পজিটিভ।
- আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের (Genome Sequencing) জন্য।
- মঙ্গলবার রাত ১২টার পর থেকে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে বাধ্যতামূলক করা হয়েছে RTPCR টেস্ট।
- কোভিড রিপোর্ট পজিটিভ না এলেও সেই সব যাত্রীদের থাকতে হবে ১৪ দিনের আইসোলেশনে।
- হোম কোয়ারেন্টিনে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাতে হবে। রিপোর্ট পজিটিভ হলে পাঠাতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য।
- এই নিয়ম থেকে ছাড় পাবে শুধুমাত্র ৫ বছরের নীচের শিশুরা।
- ১১টি দেশকে উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছে ভারত। এ দেশগুলো হলো যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে।