ইসলামপুরঃ খুনের দায়ে যাবজ্জীবন কারদন্ডপ্রাপ্ত এক অসুস্থ আসামী প্যারোলে থাকাকালীন মৃত্যু হল শনিবার। মুর্শিদাবাদের ইসলামপুরের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
পুলিশ জানিয়েছে, বাবলু শেখ নামে বছর ৫২- এর ঐ আসামী ইসলামপুরের পাহাড়পুরের বাসিন্দা। পুরোনো একটি খুনের ঘটনায় তাঁর যাবজ্জীবন সাজা হয়। মাস চারেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দফায় দফায় চিকিৎসার জন্য তাঁকে প্যারোলে ছাড়া হত। সম্প্রতি আবার প্যারোলে বাড়ি আসেন তিনি। নিয়মিত তাঁর চিকিৎসা করা হত। গত রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা ইসলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন তাঁকে। সেখানেই মৃত্যু হয় বাবলুর। ইসলামপুর থানার পুলিশ শনিবার তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।