কাঁচা বাদামের হিন্দি ভার্সন আনলেন বাংলাদেশের হিরো আলম

দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ‍্যকরের ‘কাঁচা বাদাম’ ভাইরাল এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। ইউটিউবাররা কাঁচা বাদাম নিয়ে ভিডিও বানিয়ে ভালোই আয় করছেন। বাংলাদেশেও পৌঁছে গিয়েছে কাঁচা বাদামের জনপ্রিয়তা। ট্রেন্ডের কথা মাথায় রেখেই এই গানটিরই নতুন ভার্সন আনলেন বাংলাদেশি তারকা হিরো আলম।

রিমিক্স নয়, হিন্দি ভার্সন বের করেছেন তিনি। হিরো আলম জানান, তাঁর কাছে প্রচুর আবেদন আসছিল এই গানটি নিয়ে। তাই বিনোদন দেওয়ার জন‍্য একটু অন‍্য রকম ভাবে গানটি গাওয়ার চেষ্টা করেছেন হিরো আলম। গান গাওয়ার ভিডিও ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে। মি

অপর একটি ভিডিওতে দেখা গিয়েছে গলায় বাদামের ঝুড়ি চাপিয়ে, ফুটিফাটা প‍্যান্ট, মলিন টিশার্ট পরে ও মাথায় একটি গামছা পেঁচিয়ে বাদাম বিক্রি করছেন স্টেশন চত্বরে। হিরো আলমকে দেখে উপচে পড়ছে লোকের ভিড়। জানা গিয়েছে, সেখানে এই গানেরই মিউজিক ভিডিও বানানোর কাজ চলছিল।

 মাস কয়েক আগে নেটদুনিয়ায় ভাইরাল সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিথে’ গেয়ে শোনান হিরো আলম।  নেটিজেনরা হেসে লুটোপুটি খেয়েছে হিরো আলমের কাণ্ড দেখে। আবারও সবাই অপেক্ষাই হির আলমের নতুন গানে।

Latest articles

Related articles