ক্যানিংয়ে অটো-বাইকের সংঘর্ষে আহত এসআই সহ তিনজন

ক্যানিং: বুধবার দুপুরে ক্যানিং থানার নির্বাহির কাছে অটো -বাইকের সংঘর্ষে আহত হলেন এক সাব ইনস্পেকটর সহ তিনজন।

জানা গিয়েছে, বাইকটি ক্যানিং থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল। বারুইপুরের দিক থেকে ক্যানিং-এর দিকে আসছিল অটোটি। সেই সময় ধলির বাটির কাছেই অটো- বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকে ছিলেন গোসাবা থানার এসআই জয়দেব সরেন ও সিভিক ভলান্টিয়ার প্রিয়ব্রত নাথ। তাঁরা আহত হন।  এই ঘটনায় অটোযাত্রী দীপা মন্ডল নামের এক মহিলাও আহত হন। তাঁদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।

ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে আসেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার, ক্যানিং থানার আইসি ও গোসাবা থানার ওসি সহ বিভিন্ন পুলিশকর্মী।

Latest articles

Related articles