জৈদুল সেখ, সালার: প্রশাসন মানেই অনেক সাধারণ মানুষের কাছে ভয়ভীতি কাজ করে। অনেকেই মনে করেন, ওঁরা অন্য জগতের মানুষ। না এমনটা কখনোই নয়। শীত -গ্রীষ্ম -বর্ষা প্রশাসনই ভরসা, তা আরও একবার প্রমাণ করল রবিবার সালারে।
মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত সোনারুন্দি গ্রামে সানন্দ অনাথ আশ্রমে বস্ত্রদান করে অনাথ আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটালেন বিডিও অফিসের কর্মচারীবৃন্দ। এই উপলক্ষে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা, ভরতপুর বিডিও আশিস মণ্ডল। রবিবার সকালে সোনারুন্দি রাজবাড়ীতে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এদিন সালারের সোনারুন্দি রাজবাড়ির অনাথ আশ্রমে ৫৮ জন অনাথ শিশু এবং ৬ জন মহিলা কর্মীদের শীতবস্ত্র প্রদান করেন কান্দির মহকুমা শাসক ও সালারের বিডিও। রবিবার দুপুর বারোটা নাগাদ অনুষ্ঠানটি সংঘটিত হয়। সঙ্গে অনাথ আশ্রমের পক্ষ থেকে একটি সাহিত্য পত্রিকার উদ্বোধন করেন কান্দি মহকুমাশাসক নবীন কুমার চন্দ্রা। এদিন নবান্ন উৎসবও পালন করা হয়। তাছাড়া সকল শিশুদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, এই দিনের অনুষ্ঠানটির সমস্ত খরচ সালার ব্লক অফিসের কর্মীবৃন্দরা নিজেরাই বহন করেন। এদিন সোনারুন্দি রাজবাড়ীকে কেন্দ্র করে পর্যটক কেন্দ্র গড়ে তোলা যায় কিনা, সেই বিষয়টা দেখবেন বলে আশ্বাস দেন মহকুমা শাসক।