মুর্শিদাবাদের দৌলতাবাদে পথ দুর্ঘটনায় মৃত এক

মুর্শিদাবাদের দৌলতাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শুভ্র কর্মকার।

বুধবার  দৌলতাবাদের ছয়ঘরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নকুল সরকার ও শুভ্র কর্মকার নামের ওই দুই যুবক বাইকে করে বহরমপুর থেকে ইসলামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমত অবস্থায় একটি লরি পিছন থেকে ধাক্কা মারে ওই বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভ্র কর্মকারের। গুরুতর জখম হয় আরেক যুবক। সেখান থেকে তাকে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা যায়,তারা উভয়েই ইসলামপুরের একটি বাইক শোরুমে কর্মরত ছিল।

ঘাতক গাড়িটিকে আটক করেছে দৌলতাবাদ থানার পুলিশ, যদিও গাড়ির ড্রাইভার পলাতক।

Latest articles

Related articles