বাংলায় ওমিক্রনের হানা, সাত বছরের শিশুর শরীরে মিলল করোনার এই নতুন রূপ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ওমিক্রনের ভয় ।
ওমিক্রনের ভয় ।

এনবিটিভি ডেস্কঃ কয়েক মাস পূর্বে দক্ষিণ আফ্রিকায় করোনার নয়া রুপ ওমিক্রন প্রথম ধরাপড়ে । করোনা জন্মের পর থেকেই একের পর এক রূপ পাল্টে চলেছে। ধীরে ধীরে অন্যান্য দেশে এর প্রভাব পড়তে থাকে। এমনকি অনেক দেশের বিমান বন্দরের নয়া নিয়ম তৈরি করা হয় । আজ বাংলায় করোনা আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদের ৭ বছরের এক শিশু।

প্রসঙ্গত, এবার নতুন রূপ ওমিক্রন নিয়ে প্রকাশ্যে এসেছে মারক এই ভাইরাস। করোনার নতুন রূপ নিয়ে গোটা বিশ্ব এবং ভারতে চরম সতর্কতাও জারি রয়েছে। ভারতের ইতিমধ্যে কয়েকজনের শরীরে পাওয়া গিয়েছে ওমিক্রন। এবার পশ্চিমবঙ্গেও মিলল করোনার এই নতুন রূপ।

উল্লেখ্য, করোনা আক্রান্ত ৭ বছরের শিশুটি দিন কয়েক আগে সে আবুধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতা বিমানবন্দরে এসেছিল বলে জানা গিয়েছে। এই প্রথমবার ওমিক্রন রোগীর খোঁজ মেলার পর আতঙ্ক ছড়াল বাংলাতেও। আরও জানা গিয়েছে যে, ওমিক্রনে আক্রান্ত ওই শিশুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। শিশুটি এখন মালদহের কালিয়াচকে রয়েছে বলে জানা গিয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর