এনবিটিভি ডেস্কঃ ২ টি আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে সূচনা করলেন দুর্গাপুর পৌরসভার জল দপ্তরের মেয়র পারিষদ সদস্য দীপষ্কর লাহা। দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল যে, এলাকায় যে দুটি জলের ট্যাঙ্কটি রয়েছে সেগুলির অবস্থা আশঙ্কাজনক। যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি মেনেই রাজ্য সরকারের আবাসন দপ্তরের কাছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের প্রস্তাব দেন স্থানীয় কাউন্সিলার দীপষ্কর লাহা।
প্রসঙ্গত সূত্রের খবর, অবশেষে সেই প্রস্তাব গৃহীত হয়। বুধবার এলাকায় নারকেল ফাটিয়ে শুভ সূচনা করলেন দীপষ্কর লাহা। তিনি জানান, ‘প্রায় ৭৭ লক্ষ টাকা ব্যয়ে ৫০ হাজার করে দুটি মোট ১ লক্ষ গ্যালনের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি হচ্ছে। যা এলাকার মানুষদের যে জলের চাহিদা তা মেটাতে সক্ষম হবে। এর জেরে খুশি এলাকার মানুষেরা।’