বাড়িতে চুরির ঘটনায় হাতেনাতে ধরে দুই চোরকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা

জৈদুল সেখ, কান্দি : মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেট্রোল পাম্প সংলগ্ন সম্পান লজের গলি এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় হাতেনাতে ধরে দুই চোরকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা বৃহস্পতিবার।

জানা গিয়েছে, একটি গৃহস্থের বাড়িতে আলমারি ভেঙে চুরির চেষ্টা করছিল দুজন। আর তখনি বাড়ির লোকেরা টের পায় এবং এলাকাবাসী জড়ো করে চোরকে হাতেনাতে ধরে ফেলে। পরে কান্দি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ধৃত দুজনকে কান্দি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম চন্দন ঘোষ ও মামুন দাস।

দিন-দুপুরে শহর এলাকায় চুরির ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে কান্দি পেট্রলপাম্প সংলগ্ন এলাকায়।

Latest articles

Related articles