এনবিটিভি ডেস্কঃ আজ বম্বে হাইকোর্টের তিন জন স্থায়ী বিচারকের অনুমোদনের ছাড়পত্র পেল। সুপ্রিম কোর্ট কলেজিয়াম কমিটি ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত বৈঠকে বম্বে হাইকোর্টের তিনজন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে।
বোম্বে হাইকোর্টের তিন অতিরিক্ত বিচারক যাদের নাম অনুমোদন করা হয়েছে তারা হলেন, মাধব জয়জিরাও জামদার, অমিত ভালচন্দ্র বোরকার এবং শ্রীকান্ত দত্তাত্রয় কুলকার্নি।
প্রধান বিচারপতি এনভি রমনা, বিচারপতি ইউইউ ললিত এবং এএম খানউইলকরের তিন সদস্যের কলেজিয়ামও বিচারপতির সম্মিলিত ভাবে, অভয় আহুজাকে আগামী ৪ মার্চ ২০২২ থেকে এক বছরের নতুন মেয়াদের জন্য বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ করার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার শীর্ষ আদালতের ওয়েবসাইটে এই রেজুলেশন আপলোড করা হয়েছে।
অন্যদিকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে বর্তমান কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি অনিরুদ্ধ রায়কে নিয়োগের প্রস্তাব অনুমোদন হয়েছে।
সুত্র- (এএনআই)