এবার কৃষকদের হাতে সরকার দ্বারা প্রেরিত চাষের সামগ্রি সরাসরি পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ নিল রানিনগর। রানিনগরের বিধায়ক সৌমিক হোসেনসহ পাহাড়পুর পঞ্চায়েত প্রধান নেতাজুল সরকার ও এগ্রিকালচার ডিপার্টমেন্ট এর এ ডি এ মহাসেন আলী রানিনগর এলাকা জুড়ে বিভিন্ন প্রান্তে কৃষকদের কাছে গিয়ে চাষের সামগ্রী পৌঁছে দিয়ে আসে।
এ বিষয়ে বিধায়ক সৌমিক হোসেন জানান যে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে চাষিদের অভিযোগ ছিল যে সরকার থেকে প্রাপ্ত চাষের জিনিস তারা সব ঠিকঠাক পান না। সেই অভিযোগ এড়াতেই এবার মাঠে নেমেছেন তিনি।