নাজমুল সর্দার,নদিয়া,এনবিটিভি:
“বলিছে চড়াই,কুঁড়েঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে”।রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ অথবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনি ও বিড়ালের কথা ছোট থেকে বড় সকলের জানা! কিন্তু সর্বনাশা আমফানই হোক বা কাল বৈশাখী ঝড়, খেচরদের চঞ্চু নিসৃত কুজনের কাতর প্রার্থনা বোঝনি কোনোদিন। আর আমরা স্বার্থপর মানুষেরা, ওদের বিচরণ ক্ষেত্রের বনভূমি কেটে অট্টালিকা তৈরির অসম প্রতিযোগিতায় নেমেছি। কংক্রিটের সভ্যতা বানিয়েছি!
কিন্তু এ বসুন্ধরা সকলেরই বাসযোগ্য একথা বুঝে নদীয়ার শান্তিপুরের সেচ্ছাসেবী সংগঠন “প্রয়াস”এর সদস্যরা বাসা বানানোর বিচুলি, নারকেলের ছোবড়া, মাটির ছোটো কলসি নানান উপকরণ দিয়ে আমফান ঝড়ের পরবর্তী সময়ে কাজের বা পড়ার মাঝে একটু করে সময় বাঁচিয়ে বানিয়েছেন “মানবতার নীড়”
উদ্যোক্তারা জানান এমনিতেই আমাদেরই কারণে ওদের বিচরণ ক্ষেত্র অর্থাৎ বনভূমি কমে গেছে অনেকটাই, তারপরে ঝড়ে ভেঙেছে বাসা, বেশিরভাগ পাখিরই ডিম দেওয়ার সময় হয়েছে, এ সময় ওদের একটু সহযোগিতা করলে, নবাগতদের আগমনের আশীর্বাদে আমাদের পাপ ক্ষয় হবে খানিকটা।
কুড়িটি বাসা বেঁধে আজ পৌঁছে দিয়েছি, কদম, পেয়ারা, বাঁশ গাছ সহ নানা গাছে। আগামীতেও প্রতিদিন এভাবেই কাজ করে যাব।
Related articles