এনবিটিভি, পশ্চিম বর্ধমান: আসানসোলের জামুরিয়া নিঙ্গাই এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে দুই নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। জানা গেছে, জামুরিয়া ২নম্বর জাতীয় সড়কের পাশে একটি চায়ের দোকান থেকে মোহাম্মদ ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে শ্রীপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর মৃতদেহ বাড়িতে আসার পর স্থানীয়রা দুই নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ ও শ্রীপুর থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। মৃতের বাড়ির লোক সহ স্থানীয়দের অভিযোগ মোহাম্মদ ইব্রাহিমকে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে তারা এই অবরোধ করেছে বলে জানা গেছে। খুনের সঠিক তদন্তের দাবি করেছে পরিবারের সদস্য ও স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related articles