এনবিটিভি,পশ্চিম বর্ধমান: আসানসোলের বার্নপুরের ৮ নম্বর বস্তিতে অবস্থিত মহাত্মা গান্ধী হাইস্কুল ক্যাম্পাসে বেআইনিভাবে গাছ কাটার ঘটনা সামনে এসেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গাছ কাটার প্রতিবাদে স্কুলে পৌঁছান শিক্ষকরা।
বিক্ষোভ বাড়তে দেখে গাছ কাটা শ্রমিকরা পালিয়ে যায়। অভিযোগ পেয়ে পুরসভার প্রকৌশলী ও স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি স্কুলে গিয়ে তদন্ত করেন। এসময় শিক্ষকরা স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে স্লোগান দেন। যাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অবৈধভাবে গাছ কাটার বিষয়টি নিয়ে সরব হয়েছে শিক্ষা মহল থেকে শুরু করে সকলেই।