রাশিয়ায় নিযুক্ত ২ জার্মান কুটনীতিককে বহিষ্কার

 

নিউজ ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জার্মান রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে রাশিয়ায় জার্মান দূতাবাসের দুই কূটনীতিক কর্মচারিকে বহিস্কারের পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এই বহিস্কার ঘোষণা করা হয়েছে।’

আদালতের রায়ে বলা হয়, মস্কো ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে সাবেক এক চেচেন কমান্ডারকে গুপ্তহত্যার নির্দেশ দিয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জার্মান রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে রাশিয়ায় জার্মান দূতাবাসের দুই কূটনীতিক কর্মচারিকে বহিষ্কারের পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এই বহিষ্কার ঘোষণা করা হয়েছে।’

বুধবার বার্লিনের একটি আঞ্চলিক আদালত ৪০ বছর জর্জিয়ার নাগরিক জেলিমখান কে হত্যায় ৫৬ বছর বয়সী ভাদিম ক্রাসিকভকে দোষী সাব্যস্ত করে। রায়ে বলা হয়, রাশিয়ার কেন্দ্রীয় সরকারের নির্দেশে ক্রাসিকভ কাজ করেছেন। মস্কোর এমন ঘোষণার পর বার্লিন জানায়, রাশিয়ার সিদ্ধান্ত দু’দেশের মধ্যে সম্পর্কের আবারো টানাপোড়েন সৃষ্টি করবে।

Latest articles

Related articles